কবিতা – একা থাকাই ভালো

কাজী সেলিম মাবুদ, তাং-১৬/০৭/২০২৩ইং অবসাদ ঘিরে থাকে জীবনে প্রতিটা চলার ক্ষণে। তখনই মনের আকাশে মেঘ নেমে মুশল ধারায় ভিজিয়ে ফেলে হৃদয়ের নীড়, রাত্রিরা বিষাদ বাঁশরি বাঁজায়ে ঘুমহীন আঁখিতে ছায়াছবির মত কৈশরে দূরন্ত ছেলেদের সঙ্গে লুকিয়ে, শ্যামলে মাথা ঠেকিয়ে আকাশ ওখানে ধুলোয় মেতে বৌ-ছি খেলা শব্দহীন নির্জন জাম বনে। ছেলে বেলার কত স্মৃতি ভাষায় হৃদয়ের পর্দায়, […]

আরও পড়ুন

হেমন্তের সন্ধ্যে – কবিতা

ভালো লাগার অরণ্যে তেজপাতা বনে, প্রিয়া তোর জন্যে নিষিদ্ধ ভয়াল জঙ্গল দাঁড়িয়ে দমকা হাওয়ায় ভাবনার সাদা কালো ভালো লাগারা অজানায় দিলো ছুঁট। ভালো লাগার ও অরণ্যে বেদনার মোড়ক খুলতে হলো। দারণ কষ্টে ভয়াল দুপুর পার করে পরন্ত বিকেলে নিষিদ্ধ জনশূন্য বন্য পশুর আস্তানায় মরণ ভুলে প্রিয়া তেজপাতা বনে, তুই আসতে বলে তোর দেখা না পেয়ে, […]

আরও পড়ুন

ভাগ্য দোষে – কবিতা

কাজী সেলিম মাবুদ তাং-১০-০৯-২০২৩ইং চিলের ডানা পুড়া রোদে উড়াল ঘোড়ায় সোওয়ার হয়ে চাঁদের আলো মাখবে বলে স্বপ্ন গুলো যাচ্ছে ভেসে। আকাশ জুড়ে সূর্য আলো অস্ত গিয়ে নিকশ আঁধার ভয় কুরে খায় মনের ভেতর। অসাড় দেহে, অযতনে নিশির শেষে অলক্ষ্যে যার কপাল পুড়া জোছনা বিলাস সেই ভাগ্যে ? নিকশ আঁধার ভেতর টাকে খায় কুরে জোর পিষে […]

আরও পড়ুন