কাজী সেলিম মাবুদঃ রাজবাড়ীর পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের আ.লীগ সন্ত্রাসী জনির সহযোগী ফারুক খেলো ধোলাই। ১৭ আগস্ট রবিবার বেলা আনুমানিক ১.০৫ মিনিটের সময় পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের এ ঘটনা ঘটে। জানা যায় ফারুক আ.লীগ এর সময়ে চাকরির সুবাদে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনে তার ঠাই হয়। ভয়ংকর সন্ত্রাসী জনি’র সাথে গড়ে উঠে চরম সক্ষতা। জনি ও ফারুকের নেতৃত্বে হাসপাতাল অঞ্চলে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড ও মোটর সাইকেল চুরি সহ নানা অপকর্মের সাথে ফারুকের আধিপত্ব বিস্তার পাংশা বাসীর জানা। ১৭ আগস্ট ফারুক প্রতিদিনের মত স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত অবস্থায় তার স্ত্রী মিষ্টির সাথে তার বৈবাহিক সম্পর্কের চুতি ঘটায় মিষ্টি ফারুক কে কিল ঘুষি ও লাথি মেরেছে বলে স্থানীয় সূত্র জানায়। সূত্র জানায় ফারুকের সাথে তার স্ত্রী মিষ্টির সংসারে অশান্তি নিয়ে মামলা রয়েছে। মামলা থেকে বাঁচতে ফারুক তার স্ত্রীকে খেঁপিয়ে তুলে গায়ে পরে ধোলাই খেলো কি-না এ নিয়ে সঙ্কা থেকেই গেল, এ বিষয়ে তার স্ত্রীর ও ফারুকের সাথে চরম হাতাহাতির কারনে বিষয় বিষয়টি ধামাপাচা রয়েছে। একাধিক ফেজবুক পোষ্টে ফারুক তার স্ত্রী মিষ্টির হাতে ধোলাই খাওয়ার ভিডিও নেট জগতে ভাসছে। ফারুক কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির বোয়ালিয়া গ্রামের মৃত দলু শেখের ছেলে। ফারুক পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে মালি পদে ১০ সালে আ.লীগ করার কারণে চাকরি পায়।

