রাজবাড়ী প্রতিনিধিঃ ২৬ মে সকাল থেকে দুপুর পর্যন্ত পাংশা উপজেলা কৃষি অফিসের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় রাজবাড়ীর পাংশায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬ মে সকাল ৯টা থেকে পাংশা উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাংশা এর আয়োজনে উক্ত পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। পাংশা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপার সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ গোলাম রসূল, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহমেদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে পাংশা উপজেলা সকল ইউনিয়ন থেকে ১শত জন কৃষক, উদ্যোক্তা অংশগ্রহণ করেন সাথে অন্যান্যদের মধ্যে আরও ছিলেন পাংশা উপজেলার তিনটি প্রেসক্লাবের শক্তিশালী প্রতিনিধিগণ, অন্য আরও সিনিয়র সাংবাদিক ও পত্রিকার সম্পাদক থাকলেও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে অদৃশ্য কারণে দাওয়াত করেন নাই, এই অনুষ্ঠানে সাংবাদিক লিমিটেড ছিল বলে সূত্রে জানা যায়।

