মোঃ গোলাম ফারুক : পাংশা পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক ও মোটরসাইকের ধাক্কায় ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায় রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকে থাকা দুই আরোহীর মৃত্যু । ২১ মে দুপুর আনুমানিক তিনটার দিকে রাজবাড়ী- কুষ্টিয়া অঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের পাগলার বটতলার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার কমলাপুর এলাকার মৃত: হাবু শেখ এর ছেলে কোরবান শেখ (৫৫) । একই উপজেলার জানিপুর এলাকার মৃত ফণীভূষণ রায় এর ছেলে অশোক কুমার রায় (৬৫)। সূত্র জানায় কোরবান শেখ (৫৫) ও অশোক কুমার রায় (৬৫) পাংশা শিকদার জুয়েলার্স স্বর্ণের দোকান থেকে হালখাতা শেষে বাড়ী ফেরার পথে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের পাগালা বটতলা মোড় নামক স্থানে ড্রাম ট্রকের সাথে মোরসাইকেলের সাথে মুখো মুখি সংঘর্ষ হয় । ঘটনা স্থলে সড়কের উপরে লুটিয়ে পরেন কোরবান শেখ (৫৫) ও অশোক কুমার রায় (৬৫)। এলাকা বাসীর সহযোগিতায় দুই জনকে গুরুতর অসুস্থ অবস্থায় পাংশা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষনা করেন। অপর দিকে হাবাসপুর ইউপির মাঠ পাড়া গ্রামের বাবর আলী প্রামানিকের ছেলে লোকমান হোসেন (৪৮) হাবাসপুর বাজারের সড়ক পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ঘটনা স্থলে মারা যাবার খবর পাওয়া গেছে। মোটরসাইকেলের চালক অবস্থা বেগতিক দেখে মোটর সাইকেল ফেলে পালিয়ে গেছে বলে সূত্রে জানা যায়।

