কালুখালীতে যুবলীগ নেতা গ্রেফতার

পাংশা নিউজ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি ঃ রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে এক যুবলীগ নেতা গ্রেফতার হয়েছে। তার নাম মো. মিজানুর রহমান মোল্লা (৩৪)।
মিজানুর কালুখালী উপজেলার বহরের কালুখালী গ্রামের মো. ওয়াজেদ আলী মোল্লার ছেলে। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ রোববার রাতে কালুখালী উপজেলার বল্লবপুর মোড় থেকে তাকে গ্রেফতার করে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, মিজানুর রবিবার রাতে কালুখালীর বল্লভপুর মোড়ে
ঘোড়াফেরা করছিলো। এসময় কালুখালী থানার এসআই মুহাম্মদ মোতালেব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মিজানুর রহমান মোল্লাকে গ্রেফতার করে।
তার নামে বিশেষ ক্ষমতা আইনের মামলা হয়েছে। ধৃত মিজানুরকে সোমবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *