পাংশা প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষধর সর্পদংশের রোগিদের বাঁচাতে প্রতিষেধক টিকা আছে বলে জানা যায়। বর্তমানে বৈশাখ মাস চলমান রয়েছে সে কারণে বিষধর সাপ সাধারণত গরম ও বর্ষাকালে প্রকৃতির নিয়ম অনুসারে মাঠে ঘাটে বনে জঙ্গলে এদের দেখা মেলে ও অনেকে দেখেছেন বলে শোনা যায়। এ ব্যাপারে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন তার মুঠো ফোনে এ প্রতিনিধিকে জানান। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষধর সাপ দংশন করলে প্রতিষেধক টিকা নিতে রোগি ও তার স্বজনদের প্রথমে সনাক্ত করতে হবে যাকে সাপ দংশন করেছে সে সাপ বিষধর কি না। বিষধর সাপ না হলে প্রতিষেধক টিকা রোগির শরীরে প্রয়োগ করলে সে ক্ষেত্রে রোগি মারা যাবার সম্ভাবনা শত ভাগ। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আরও জানান বিষধর সাপ দংশন করলে রোগিকে এক যোগে দশটি প্রতিষেধক টিকা দেওয়া হয়। বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি প্রতিশোধক টিকা ফ্রিজে মজুদ রয়েছে। তিনি জানান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আই,সি,ইউ না থাকায় প্রতিষেধক টিকা প্রয়োগ করা রোগির ক্ষেত্রে অনেক সময় ঝুকি হতে পারে। তবে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষধর সাপে দংশনের রোগির প্রতিষেধক টিকা দেবার পর ইতোপূর্বে রোগির অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভাবে অক্সিজেন দিয়ে বাঁচাতে পেরিছি আমরা। এটি একটি বিকল্প চিকিৎসা যা ইতি পূর্বে আমরা রোগিকে বাঁচিয়েছি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকগণ সফল ও হয়েছেন বলে জানান কর্মকর্তা ডাঃ এবাদত হোসেন।

