পাংশা প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশার দক্ষিণাঞ্চলের পাট্টা ইউপিতে ৫ মে সকাল আনুমানিক ১০টার দিকে সন্ত্রাসীর হামলার শিকার হয়ে রাশেদুল (৩৬) নামে একজন খুন হয়েছে বলে জানা যায়। এলাকার একাধিক সূত্র নিশ্চিত করেছে ঘটনার দিন সকালে পাট্টা ইউপির উত্তর পাড়ার কিয়ামুদ্দিনের ছেলে রাশেদুল (৩৬) কে এলোপাথারি কুপিয়ে জখম করে একই এলাকার সন্ত্রাসীরা। ঘটনার পর রাশেদুল গুরুতর অসুস্থ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ পর তাকে মৃত বলে ঘোষনা করে। এলাকা সূত্রে জানা যায় পাট্টা ইউপিতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয় অরণ্য হওয়ায় দীর্ঘ কয়েক যুগ দক্ষিণাঞ্চল অশান্ত করে রেখেছে বিভিন্ন নামে ও বেনামের সন্ত্রাসী দল। পাংশা মডেল থানা সূত্রে জানা যায় পাট্টা ইউপির রাশেদুল হত্যাকে কেন্দ্র করে রিপোর্ট লেখাকালীন কোন মামলা হয়নি। এলাকায় হত্যা সংগঠিত হওয়ার পর টানটান উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। এলাকা সূত্র নিশ্চিত করেছে রাশেদুল বিগত আ.লীগ সরকারের সময় পাট্টা ইউপি সাবেক চেয়ারম্যান মুনা বিশ^াসের সাথে মিশে থেকেছে এবং সে বিএনপি কর্মী মারুফ হাসান সুমন (৪০) নামের এক জন কে আ.লীগের শাসনামলে পিটিয়ে গুরুতর আহত করে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা। পাংশা মডেল থানা সূত্র আরও জানান রাশেদুলের নামে ইতিপূর্বে একটি মারপিটের মামলা রয়েছে। হত্যা কান্ডের পর পরই মারুফ হাসান সুমনের বাড়ী কুপিয়ে ও পুড়িয়ে দিয়েছে বলে সূত্র জানা যায়।

