রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের মৃত দানেজ আলী সরদারের ছেলে একেন আলী সরদার রবিবার দুপুরে নিজ বাড়ীতে হামলার শিকার হয়েছে। হামলায় গুরুত্ব আহত হয়েছে একেন আলী সরদার।
চিকিৎসাধীন একেন আলী সরদার সাংবাদিকদের জানান- বেশ কিছু দিন ধরে আমার প্রতিবেশী লছের সরদারের ছেলে নিমাই সরদার দেড় লক্ষ টাকা হাওলাদ চাই এক সময় হাওলাদ চাওয়ার বদলে চাঁদা হিসাবে দেড় লক্ষ টাকা দাবী করে নিমাই সরদার।
রবিবার সে টাকা না দেওয়ায় নিজ বাড়ীতেই হামলার শিকার হয় একেন আলী, তিনি আরো বলেন আমাকে হকিষ্টিক দিয়ে মারধর করে আমার নিকট থেকে ৩০ হাজার টাকা নিয়ে গিয়েছে। এ ঘটনায় আমি আইনের আশ্রায় নিব। এ দিকে টাকা হাওলাদ না দেওয়ায় এমন হামলা এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে হাওলাদ চাওয়া নাকি কৌশলে চাদা চাওয়া। এ ব্যপারে পাংশা সরকারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান একেন আলীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

