রাজবাড়ীর পাংশা রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল জব্বারের দাফন সম্পন্ন

পাংশা নিউজ

পাংশা (রাজবাড়ী)  প্রতিনিধি : রাজবাড়ী পাংশায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল জব্বারের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাংশা উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

পাংশা উপজেলা নিবার্হী অফিসার এস.এম. আবু দারদা রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন। 

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

মরহুমের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজার নামাজ আদায় করা হয়। পরে পাংশা পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। 

বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল জব্বার পৌর শহরের নারায়নপুর গ্রামে তার নিজ বাসভবনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মরহুম ডাঃ আব্দুল জব্বার দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী  রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *