ভালো লাগার অরণ্যে
তেজপাতা বনে, প্রিয়া তোর জন্যে
নিষিদ্ধ ভয়াল জঙ্গল
দাঁড়িয়ে দমকা হাওয়ায় ভাবনার
সাদা কালো ভালো লাগারা
অজানায় দিলো ছুঁট।
ভালো লাগার ও অরণ্যে
বেদনার মোড়ক খুলতে হলো।
দারণ কষ্টে ভয়াল দুপুর পার করে
পরন্ত বিকেলে নিষিদ্ধ জনশূন্য
বন্য পশুর আস্তানায় মরণ ভুলে
প্রিয়া তেজপাতা বনে, তুই আসতে বলে
তোর দেখা না পেয়ে,
দমকা হাওয়ায় হেমন্তের সন্ধ্যে বেলা
ভালো না লাগার বাতায়ন খুলে
ডুবে যাওয়া হেমন্তের সন্ধ্যা আলোয়
ভালো লাগা-না লাগার
গভীর অরণ্যে শুকনো পাতার
ঝড়ে পড়া শব্দ-দমকা হাওয়ায়,
প্রিয়া তোর আসার অনিশ্চিয়তায়
অসীম আকাশটা মুচরে যেনো
ভালো লাগারা অরণ্যে
হেমন্তের অনন্ত নিশি ডেকে গেল।
কবি-কাজী সেলিম মাবুদ
তাং-৩০-০৭-২০২৩ইং

