সিট ৪৬০, দর্শক ৬৫০!’ হল মালিকদের বিরুদ্ধে ক্ষুব্ধ ‘বরবাদ’ প্রযোজক

বিনোদন

বিনোদন ডেস্ক:

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স পর্যন্ত বেশ ভালো ব্যবসা করছে। সিনেমাটি দেখার জন্য দর্শক প্রেক্ষাগৃহে ভিড় করছেন। ঈদের তৃতীয় সপ্তাহান্তে সিনেমাটির আয় প্রায় ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

তবে, সিনেমার এই অভাবনীয় সাফল্যের পরেও প্রযোজক শাহরিন আক্তার সুমি কিছু বিষয়ে অসন্তুষ্ট। তিনি অভিযোগ করেছেন যে, সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো টিকিট বিক্রির সঠিক হিসাব দিচ্ছে না। এমনকি তিনি সরাসরি হল মালিকদের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন।

জয়দেবপুরের ‘উল্কা’ সিনেমা হল মালিকের বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি অভিযোগ করে শাহরিন আক্তার সুমি বলেন, ‘একটা সিনেমা হলে ৪৬০ জনের বসার ব্যবস্থা আছে, অথচ সেখানে ৬৫০ জনেরও বেশি দর্শক ঢোকানো হয়েছে। আমাদের ডিস্ট্রিবিউশন টিমের সদস্যরা নিজেরাই গুণে দেখেছেন, শুধু এসি ক্যাটাগরিতেই ৬৭৮ জন দর্শক ছিল, ডিসি সেকশনে তো আমরা ঢুকতেই পারিনি। অথচ সেলস রিপোর্টে মাত্র ৪৮০ জনের সংখ্যা দেখানো হয়েছে। তাহলে বাকি ২৮০-৩০০ জন দর্শকের টিকিটের টাকা কোথায় গেল? আমাদের লোকদের হল থেকে বের করে দেওয়া হয়েছে, তারা কথা বলতেও দেয়নি। এটা জয়দেবপুরের উল্কা সিনেমা হলের ঘটনা। এমন ঘটনা আরও অনেক হলেই ঘটছে। আমি নতুন প্রযোজক বলেই হয়তো সবাই আমার সাথে এমন করছে।’

প্রযোজক আরও ক্ষোভের সাথে বলেন, ‘যারা কখনো ভাবেনি ‘বরবাদ’ চালাতে পারবে, তাদের অনুরোধেও আমরা সিনেমা দিয়েছি। অথচ সেই মানুষগুলোই এখন চুরি করছে! আমার আর কিছু বলার নেই। আমি সিনেমা বানাব, আর বিপরীতে সততাও তো থাকতে হবে। হল মালিকরা যদি মনে করেন ব্যবসার পুরো লাভ তারাই ভোগ করবেন, তাহলে সেটা ভুল। ২০-৩০টি আসনের গরমিল মেনে নেওয়া যায়, কিন্তু ২০০-৩০০ আসনের হিসাব মেলানো না গেলে সেটা স্পষ্ট চুরি। আর এই কথাগুলো বললেও আমার দোষ হয়! তারা ক্ষমতা দেখায়, নানা কথা বলে। এই অনিয়ম বন্ধ না হলে ইন্ডাস্ট্রির কখনোই উন্নতি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *