শীতলক্ষ্যায় নৌকাডুবি: নিখোঁজ দশম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

পাংশা নিউজ সমগ্রো বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | পাংশসংবাদ.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকা ডুবে নিখোঁজ হওয়া দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ভোলাবো এলাকায় নিখোঁজের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত জোবায়ের হোসেন রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে এবং স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী জানান, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেন, তার বন্ধু এ বছর এসএসসি পরীক্ষার্থী সায়েম, সিয়াম ও রাব্বি একটি ছোট নৌকায় করে দাউদপুর খেয়া ঘাট থেকে ভোলাবো এলাকায় আসার জন্য ওঠে। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে পৌঁছালে পানি উঠে ডুবে যায়। এ সময় সায়েম, সিয়াম ও রাব্বি সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও জোবায়ের হোসেন ডুবে যায় এবং এরপর থেকে নিখোঁজ ছিল।

শনিবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে নিখোঁজ জোবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *