স্পোর্টস ডেস্ক | পাংশসংবাদ.কম
লিভারপুল ছাড়ার পর এখনো কোনো ক্লাবের কোচিংয়ের দায়িত্ব নেননি ইয়ুর্গেন ক্লপ। বর্তমানে তিনি রেড বুলের গ্লোবাল সকার প্রধানের পদে রয়েছেন।
সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল যে জার্মান এই কোচ তার বর্তমান দায়িত্বে খুশি নন এবং কোচিংয়ে ফিরতে আগ্রহী। এমনকি রিয়াল মাদ্রিদ অথবা ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য তিনি ‘উন্মুক্ত’ বলেও খবর রটেছিল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে।
অন্যদিকে, টানা খারাপ পারফরম্যান্সের কারণে ব্রাজিল তাদের কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে এবং নতুন কোচের সন্ধানে রয়েছে। কার্লো আনচেলত্তিকে নিয়েও গুঞ্জন শোনা গেলেও, তারা অন্যান্য বিকল্পও বিবেচনা করছে। রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎও অনিশ্চিত, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর তাকে বরখাস্ত করার গুঞ্জনও রয়েছে। এই পরিস্থিতিতে ক্লপের কোচিংয়ে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়।
তবে, জার্মান কোচের এজেন্ট মার্ক কোসি স্পষ্টভাবে জানিয়েছেন যে ক্লপ তার বর্তমান দায়িত্বে খুবই খুশি। স্কাই জার্মানির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বুঝতে পারছি যে ইউরোপের শীর্ষ ক্লাব এবং কিছু ফেডারেশন থেকে ক্লপের বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে আগামী মৌসুমে কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার কোনো আগ্রহ তার নেই। এমনকি রিয়াল মাদ্রিদ বা ব্রাজিল জাতীয় দলেরও নয়।”
মার্ক কোসি আরও বলেন, “ইয়ুর্গেন রেড বুলের গ্লোবাল ডিরেক্টরের ভূমিকায় খুশি এবং সেখানে তার চুক্তি রয়েছে। তাই এ বিষয়ে আর কিছু বলার নেই।”

