কাজী সেলিম মাবুদ
তাং-১০-০৯-২০২৩ইং
চিলের ডানা পুড়া রোদে
উড়াল ঘোড়ায় সোওয়ার হয়ে
চাঁদের আলো মাখবে বলে
স্বপ্ন গুলো যাচ্ছে ভেসে।
আকাশ জুড়ে সূর্য আলো
অস্ত গিয়ে নিকশ আঁধার
ভয় কুরে খায় মনের ভেতর।
অসাড় দেহে, অযতনে নিশির শেষে
অলক্ষ্যে যার কপাল পুড়া
জোছনা বিলাস সেই ভাগ্যে ?
নিকশ আঁধার ভেতর টাকে খায় কুরে
জোর পিষে যায় ভাগ্য যাতায়
মনের যত স্বপ্ন থাকে
কে জানে কোন ভাগ্য দোষে।

