পিএসজি ছাড়ার পর বার্সায় ফিরতে চেয়েছিলেন মেসি

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক | পাংশসংবাদ.কম

লিওনেল মেসির বার্সেলোনার সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটে ২০২১ সালের আগস্টে। এরপর তিনি প্যারিসের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন।

তবে, পিএসজির জার্সিতে তার সময়টা খুব একটা সুখকর ছিল না। দুই বছর পর তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমান। কিন্তু ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে মেসির প্রথম পছন্দ ছিল বার্সায় ফেরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই কথা জানিয়েছেন।

পিএসজির হয়ে মেসি দুটি লিগ শিরোপা এবং বেশ কিছু আঞ্চলিক ট্রফি জিতেছিলেন ঠিকই, কিন্তু বিশ্বকাপ জয়ের পর থেকেই ফরাসি সমর্থকদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। পিএসজির প্রতিটি ম্যাচেই তাকে দর্শকদের দুয়ো শুনতে হতো। এমনকি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না।

এই পরিস্থিতিতে মেসি ফরাসি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। এরপর তার পরিকল্পনায় ছিল বার্সেলোনায় ফিরে যাওয়া। তবে, সেই সময় ইউরোপের অন্য কোনো ক্লাবে খেলার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তিনি। ‘সিম্পলি ফুটবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, বার্সেলোনায় ফেরার আগ্রহ তার ছিল, কারণ এই ক্লাব থেকে তিনি সবসময় প্রত্যাশিত সমর্থন পেয়েছেন। কিন্তু সেই মুহূর্তে বার্সায় ফেরা সম্ভব ছিল না।

মেসি আরও বলেন, নতুন ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার পরিবারের মতামত মুখ্য ছিল। এছাড়াও, বিশ্বকাপ জয় তার এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছিল। তিনি তখন স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি আর ইউরোপের কোনো ক্লাবে খেলবেন না, এমনকি সেখানকার অন্য কোনো ক্লাবের প্রস্তাবও তিনি গ্রহণ করবেন না।

বর্তমানে ইন্টার মায়ামিতে মেসির সময়টা বেশ ভালোই কাটছে। ২০২৩ সালের জুলাইয়ে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে তিনি ইতিমধ্যেই একটি লিগ কাপ এবং একটি সাপোর্টাস শিল্ড জিতেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *