স্পোর্টস ডেস্ক | পাংশসংবাদ.কম
টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করা বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল। ফলে আজ পাকিস্তানের বিপক্ষে জিতলেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে, এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। তবে, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তারা বড় সংগ্রহ গড়তে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭৮ রান।
ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনার ফারজানা হককে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অভিজ্ঞ এই ব্যাটার শূন্য রানে আউট হন। আরেক ওপেনার দিলারাও এদিন ব্যাট হাতে ভালো করতে পারেননি, ১৩ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন। দলের অধিনায়ক নিগার সুলতানাও ব্যর্থতার পরিচয় দেন, তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান।
চতুর্থ উইকেটে শারমিন আক্তার ও রিতু মনির ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। এই জুটি ৪৪ রান যোগ করে। তবে শারমিন ২৪ রানে আউট হলে এই পার্টনারশিপ ভেঙে যায়। এরপর নাহিদা আক্তারের সঙ্গে আরও একটি ৪৪ রানের জুটি গড়েন রিতু মনি। কিন্তু অর্ধশতকের কাছে গিয়ে উইকেট বিলিয়ে দেন তিনি, ৪৮ রান করে আউট হন রিতু। নাহিদার ব্যাট থেকে আসে ১৯ রান।
শেষদিকে ফাহিমা খাতুন একাই লড়াই চালিয়ে যান। তাকে সঙ্গ দিতে আসা অন্য ব্যাটাররা দ্রুত উইকেট হারালেও ফাহিমা অপরাজিত থাকেন। তিনি ৫৩ বলে ৫৪ রানের একটি লড়াকু ইনিংস খেলেন।

