নির্বাচন দেরিতে হলে মানুষ হতাশ হবে: রিজভী

পাংশা নিউজ সমগ্রো বাংলাদেশ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে। দেশের মানুষ চায়, অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিক।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জিয়া পরিষদের আয়োজনে নাটোর জেলা পরিষদ অডিটরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “শহীদ জিয়াউর রহমান আমাদের নিজস্ব আত্মপরিচয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্বের শিক্ষা দিয়েছেন। জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে দলকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করেছেন, বিএনপি একটি জনসম্পৃক্ত দল, জনগণের পক্ষের দল। এই দল নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। যারা ষড়যন্ত্র করেছে, আজ তারা কোথায়?”

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, “সরকারের কিছু উপদেষ্টা সংস্কার নিয়ে কথা বলছেন। সংসদে বসে বসে সংস্কার করে তা সংশোধন করা হয়েছে। তাহলে কেন এত সংস্কারের কথা বলা হচ্ছে? আপনারা বলছেন, বিএনপি তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে। সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার। যে দল নির্বাচিত হবে, সেই দল বাকি সংস্কার করবে। নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে?”

সেমিনারে নাটোর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *