খারাপ আবহাওয়া ও পদ্মা নদীর উত্তাল অবস্থার কারণে প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই রুটে যানবাহন পারাপার সাময়িকভাবে স্থগিত করেছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, “শনিবার সকালে নদীতে প্রবল ঢেউ ও ঝড়ো হাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। জনসুরক্ষা নিশ্চিত করতে আমরা তাৎক্ষণিকভাবে চলাচল বন্ধের সিদ্ধান্ত নিই। আবহাওয়া উন্নত হওয়ায় আজ সকাল থেকে স্বাভাবিক সার্ভিস চালু করা হয়েছে।”
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া শাখার সহকারী উপমহাব্যবস্থাপক সালাহ উদ্দিন বলেন, “বর্তমানে এই রুটে ৮টি ফেরি সক্রিয় রয়েছে। দৌলতদিয়া প্রান্তের ৩, ৪ ও ৭ নম্বর ঘাট ব্যবহার করে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে যাত্রী ও গাড়ির সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম, যা ধীরে ধীরে বাড়ছে।”
কারণ ও প্রতিক্রিয়া:
শনিবার ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কর্তৃপক্ষের মতে, পদ্মা নদীর অস্থির স্রোত ও বাতাসের গতি বেড়ে যাওয়ায় নিরাপত্তাজনিত সতর্কতা জারি করা হয়। যদিও স্থানীয় যাত্রীদের মধ্যে এই দীর্ঘ বন্ধ থাকাকে কেন্দ্র করে ক্ষোভেরও খবর পাওয়া গেছে।
বর্তমান অবস্থা:
সোমবার থেকে ফেরিগুলো সীমিত গতিতে চলাচল করছে এবং প্রতিটি ট্রিপে যানবাহন ও যাত্রী সংখ্যা মনিটরিং করা হচ্ছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। নৌপরিবহন মন্ত্রণালয় এই ঘটনাকে গুরুত্ব সহকারে তদন্তেরও ঘোষণা দিয়েছে।

