জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান কেবল ক্ষমতাসীন দল বা ব্যক্তিকে পরিবর্তনের লক্ষ্যে সংঘটিত হয়নি। বরং এটি রাষ্ট্রীয় কাঠামোতে গুণগত ও মৌলিক সংস্কার এনে জনগণের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। শনিবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে তিনি এ অভিমত প্রকাশ করেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত এনসিপি দেশের তরুণদের শক্তিকে মূলভিত্তি করে এগোচ্ছে। আমাদের লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন।” তিনি অতীতের আন্দোলনের ব্যর্থতাকে ফ্যাসিবাদী শাসনের কারণ হিসেবে চিহ্নিত করে যোগ করেন, “এবারের আন্দোলন যেন ব্যর্থ না হয়, সেজন্য সংবিধান, নির্বাচনী ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কার প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন, “দলীয়করণ ও একনায়কত্বমূলক কাঠামোই স্বৈরশাসনের পথ প্রশস্ত করে। এনসিপি তাই প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, বিচার বিভাগের স্বাধীনতা ও অংশগ্রহণমূলক রাজনীতির ওপর জোর দিচ্ছে।”
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে আলী রীয়াজ, ড. বদিউল আলম মজুমদার ও অন্যান্য নেতারা বৈঠকে অংশ নেন। এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রমুখ।

