কাজী সেলিম মাবুদ,
তাং-১৬/০৭/২০২৩ইং
প্রতিটা চলার ক্ষণে।
তখনই মনের আকাশে মেঘ নেমে
মুশল ধারায় ভিজিয়ে ফেলে
হৃদয়ের নীড়, রাত্রিরা বিষাদ বাঁশরি
বাঁজায়ে ঘুমহীন আঁখিতে ছায়াছবির মত
কৈশরে দূরন্ত ছেলেদের সঙ্গে
লুকিয়ে, শ্যামলে মাথা ঠেকিয়ে আকাশ
ওখানে ধুলোয় মেতে বৌ-ছি খেলা
শব্দহীন নির্জন জাম বনে।
ছেলে বেলার কত স্মৃতি ভাষায়
হৃদয়ের পর্দায়, আমার ভাঙ্গা নীড়ে
গভীর রাতের চাঁদ আলো ছড়ায়
নয়ন ভরে দেখে নেওয়া হয়।
জীবনে শেষের অবসাদ গুলি
ক্লান্ত পায়ের চলার পথের
বাধা হয়ে মনে করিয়ে দেয়,
পৃথিবীতে একা থাকাই ভালো।
জীবন চলে যদি হাজারও বছর
ততই জমা হবে স্মৃতির পাহাড়,
আসবে পছন্দ অপছন্দের অনেক মানুষ,
কিছু মুখ অবসাদের পেয়ালায়
বিষাক্ত বাক্য পরিবেশন করবে
যা জীবনের সব অর্জন
ব্যর্থতায় ঢেকে হৃদয় ছিড়ে দেবে,
তখন আকাশ আমার ব্যবধান হবে
দূরেও অনেক দূরে সেখানে
আঁখির দৃষ্টি পৌঁছাবে না
অবসাদ ঘিরে রবে জীবনে।

