বিনোদন ডেস্ক | পাংশসংবাদ.কম
লালনের আধ্যাত্মিক গান আর প্রীতম হাসানের ‘উড়াধুরা’ সুরের ঝঙ্কারে মুখরিত হবে এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুকভিত্তিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’-এর বন্ধুদের মিলনমেলা।
আজ (১৮ এপ্রিল) ঢাকার অদূরে সায়েরা গার্ডেন রিসোর্টে ‘ক্লাসরুম’ আয়োজন করেছে ‘এসএসসি ২০০১ ব্যাচের দুই যুগ পূর্তি ও ঈদ পুনর্মিলনী’ কনসার্ট।
এই বিশেষ দিনে ক্লাসরুমের বন্ধুদের সঙ্গীত মূর্ছনায় রাঙিয়ে দিতে মঞ্চে উঠবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম হাসান এবং ব্যান্ড ‘লালন’, যার প্রধান ভোকালিস্ট নিগার সুলতানা সুমি।
আয়োজক ‘ক্লাসরুম’-এর অন্যতম মুখপাত্র সাংবাদিক পান্থ আফজাল জানান, এর আগে তাদের এই মিলনমেলায় নগরবাউল জেমস, তাহসান, ঐশী ও ডিজে রাহাত-মীর মাসুমের মতো খ্যাতনামা শিল্পীরা অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার প্রীতম এবং লালন ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবেন।
মূলত, ২০০১ সালে এসএসসি উত্তীর্ণ সারা বাংলাদেশের বন্ধুদের একত্রিত করার উদ্দেশ্যেই ‘ক্লাসরুম’ এই আনন্দপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

