‘অন্তরাত্মা’র ব্যর্থতা নিয়ে মুখ খুললেন শাহেদ

বিনোদন

বিনোদন ডেস্ক, ঢাকা:

ঈদের রেশ কাটতে না কাটতেই প্রেক্ষাগৃহে চলছে নতুন সিনেমার আনাগোনা। তবে এই ভিড়ে ব্যতিক্রম চিত্র দেখা গেল শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমার ক্ষেত্রে। মুক্তির প্রথম সপ্তাহ না পেরোতেই সিনেমাটি সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে, সিঙ্গেল স্ক্রিনেও তেমন দর্শক টানতে পারেনি এটি।

সিনেমাটির এই ভরাডুবির কারণ হিসেবে প্রচারের অভাবকে দায়ী করেছেন ‘অন্তরাত্মা’র অন্যতম অভিনেতা শাহেদ শরীফ খান। তিনি এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অন্তরাত্মা একটি সুন্দর গল্পের সিনেমা, যা খুব যত্ন নিয়ে বানানো হয়েছে। আমার কষ্ট লাগছে কারণ এটি কোনো রকম প্রচার ছাড়াই একটি ভুল সময়ে মুক্তি দেওয়া হয়েছে। এমনকি আমি নিজেও সিনেমা মুক্তির খবর জানতে পারিনি।’

প্রযোজকের আকস্মিক এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে শাহেদ আরও বলেন, ‘সিনেমাটি যখন শুরু হয়েছিল, তখন সকলের মধ্যে বেশ আগ্রহ ছিল। শাকিব খান ও আমাকে নতুন রূপে দেখার জন্য অনেকেই উৎসাহিত ছিলেন। সেই জায়গা থেকে হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া কি ভুল হয়নি? আমাকে জানানো হয়েছে, তখন আর কিছু করার ছিল না।’

শাহেদ মনে করেন, শুধু শিল্পী থাকলেই সিনেমা চলে না, দর্শকদের কাছে তার খবর পৌঁছানো জরুরি। তিনি বলেন, ‘যেকোনো নির্মাণে শিল্পীরা তাদের সেরাটা দেন। সেই দিক থেকে ‘অন্তরাত্মা’ একটি মনে রাখার মতো কাজ। ভেবেছিলাম দর্শক কাজটি পছন্দ করবেন, কিন্তু তা হয়নি। শুধু শিল্পী হিসেবে আমি নই, এই সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবারও প্রমাণ হলো, শুধু নির্দিষ্ট কেউ থাকলে সিনেমা চলবে না; সিনেমাটি আসছে, এটা মানুষকে জানাতে হবে। সম্ভবত এই কারণেই সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে।’

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’য় শাকিব খান ও শাহেদ শরীফ খানের পাশাপাশি কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকও অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *